Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প সম্পর্কিত

প্রকল্পের নাম

:

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প।

প্রকল্প বাস্তাবায়নকারী সংস্থার নাম

:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্প মেয়াদ

:

জানুয়ারী/২৩ থেকে ডিসেম্বর/২৭ পর্যন্ত।

প্রকল্প পরিচালকের নাম, পদবী ও মোবাইল নম্বর

:

ড. মোছা: আখতার জাহান কাঁকন, প্রকল্প পরিচালক, ০১৭১৮১৩৭১১৩

প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য

:

ক) মাশরুম উৎপাদন বৃদ্ধির নিমিত্তে বিশ্বের জনপ্রিয় বিভিন্ন প্রকার মাশরুমের জার্মপ্লাজম সংগ্রহ করা এবং এসব জার্মপ্লাজমের বাংলাদেশে চাষ ও সংরক্ষণ উপযোগী লাগসই ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন/ উন্নয়ন ও সম্প্রসারণ করা;

(খ) মাননিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের সুযোগ সৃষ্টিপূর্বক উচ্চ গুণগত মানসম্পন্ন মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন প্রযুক্তি/কৌশল সম্প্রসারণ করা;

(গ) দারিদ্র হ্রাসকরণ ওব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মাশরুম শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং মাশরুম চাষের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের মডেল “মাশরুম পল্লী” কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ করা;

(ঘ) মাশরুম ও মাশরুমজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে নারী, শিশু ও প্রতিবন্ধীসহ সকল স্তরের মানুষের খাদ্য, পুষ্টি ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা; এবং

(ঙ)মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রকল্পের মূল ব্যয়খাত ও কার্যক্রমসমূহ

:

১. উদ্যোক্তা প্রশিক্ষণ      ২. দলভূক্ত চাষী প্রশিক্ষণ           ৩. জাতীয় সেমিনার

৪. আঞ্চলিক ওয়ার্কসপ   ৫. জাতীয় মাশরুম মেলা            ৬. স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী

৭. প্রশিক্ষক প্রশিক্ষণ      ৮.  এসএএও/ এসএএইচও প্রশিক্ষণ   ৯. মাঠ দিবস।

প্রকল্পের কর্ম এলাকা

:

(১) মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা;

(২) ৩৪টি মাশরুম উপকেন্দ্র/ হর্টিকালচার সেন্টার;

(৩) দেশের সকল জেলার ১৬০টি উপজেলা এবং ১৫টি মেট্রোপলিটন থানা।

প্রকল্পের মূল কর্ম-পরিকল্পনা এবং বর্তমান অর্থ বছরে প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ

:

১. জাতীয় সেমিনার   ২. উদ্যোক্তা প্রশিক্ষণ   ৩. দলভূক্ত চাষী প্রশিক্ষণ   ৪. সাধারণ চাষী প্রশিক্ষণ

৫. প্রশিক্ষক প্রশিক্ষণ   ৬. এসএএও/ এসএএইচও প্রশিক্ষণ   ৭. স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী